আইপিওর ১৫ শতাংশ শেয়ার পাবে ইউনিয়ন ইন্স্যুরেন্সের কর্মীরা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৩ ২০:২৮:৫০


ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড আইপিও শেয়ারের ১৫ শতাংশ শেয়ার ব্যাংক কর্মীদের কাছে বিক্রি করতে পারবে।

রোববার ( ৩ অক্টোবর) বিএসইসির ৭৯৩ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স কর্তৃক কমিশনে দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে কমিশনের নোটিফিকেশন নংবিএসইসি/ সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২৭/এডমিন//১২৭,ডেট:১৯ জুলাই ২০২১ অনুযায়ী আইপিও আবেদনের ১৫% শেয়ার ইস্যুয়ার কোম্পানির কর্মীদের মাঝে ইস্যু সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে কমিশনের সভায় বিস্তারিত আলোচনা হয়।

কমিশন সভায় ১৯ সেপ্টেম্বর ইস্যুকৃত অনুমতিপত্র বাতিল পূর্বক নতুন অনুমতিপত্র ইস্যু করে ইউনিয়ন ইন্স্যুরেন্সের কর্মীদের মধ্যে ১৫ শতাংশ শেয়ার বন্টন এবং উক্ত শেয়ারের লক-ইন এর মেয়াদ ০২ (দুই) বছর নির্ধারণ করার বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ২৩ সেপ্টেম্বর ১৫ শতাংশ শেয়ার ইস্যুয়ার কর্মীদের মাঝে ইস্যু সংক্রান্ত প্রস্তাব করে কোম্পানিটি।

এছাড়াও ইস্যুয়ার কোম্পানিটিকে ১৫ শতাংশ সিকিউরিটিজ বণ্টন অনুযায়ী প্রস্পেক্টাসে যে সকল পরিবর্তন হবে তা সংযোজন করে নতুন প্রসপেক্টাস কমিশনে জমা দেওয়ার নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস