দেশে মোবাইল ইন্টারনেটে গ্রাহক ১১ কোটি ৫৪ লাখ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-০৭ ১৭:৫১:২৫
নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে।
জুলাইয়ে এ সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। ওই মাসটিতে এ গ্রাহক বেড়েছিল ৩৬ লাখ। সে হিসাবে এক মাস পরই এই বৃদ্ধির হার অর্ধেকে নেমেছে। জুন মাসে এটি ছিল ১১ কোটি ৯০ হাজার। এ মাসটিতে ২৫ লাখ ৯০ হাজার নতুন গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।
এদিকে, আগস্টে ১৬ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক সংযোগ পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার।
এর মধ্যে গ্রামীণফোনের আট কোটি ৩১ লাখ ৮০ হাজার, রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।
সানবিডি/ এন/আই