ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন উদ্বোধন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৯:৩৭:৩৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সার্ভিস এক্সিল্যান্স ক্যাম্পেইন ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী ও মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী সহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধান অনুষ্ঠানে উপস্থিত ও ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও অন্যান্য ইউনিটসমূহে এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি
এএ