সুন্দরবন গ্যাসের সাবেক এমডির নামে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-০১ ১৮:২৪:৫৪


জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও গোপন করার দায়ে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত এমডি মুশতাক আহমদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০১ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২ কোটি ১৩ লাখ ৭ হাজার ২৫৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সাবেক ভারপ্রাপ্ত এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে সজেকা, ঢাকা-১ শাখায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মুশতাক আহমদ দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তার নামে পহেলা নভেম্বর দুদক, প্রধান কার্যালয়, ঢাকার উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে এই মামলা করেন।

এএ