অজগরের পেটে আস্তো ছাগল

প্রকাশ: ২০১৬-০২-০৪ ২০:১১:৩৪


3995_1ভয়ংকর এক দৃশ্য। ১০ ফুট লম্বা অজগর ধীরে ধীরে খেয়ে ফেললো একটি ছাগল। শত শত মানুষের সামনে ঘটে এ ঘটনা। এই দৃশ্য দেখে অনেকে ভয় পেয়ে যান। আবার কেউ মোবাইল ফোনে ছবি তোলেন। ভিডিও করা হয়। পশ্চিমবঙ্গের গারকুঠা গ্রামে ঘটে এই ঘটনা। যে অজগরটি কিছু ক্ষনের মধ্যে একটি ছাগল খেয়ে ফেললো সেটি কোনো মানুষ বা শিশুকেও খেতে পারতো।

সাপটি যখন ছাগলটি নিয়ে ব্যস্ত সে সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ফটো সাংবাদিক রনি চৌধুরী। তিনি ক্যামেরাবন্দী করেন দৃশ্যটি। একই সাথে ভিডিও করেন। সোনাখালী সংরক্ষিত বনাঞ্চলে এই ঘটনা ঘটে। যার পাশে গ্রাম। আরো অনেক লোক এই দৃশ্য দেখছিলো। রনি বলেন সাপটি লম্বায় নয় থেকে দশ ফুট হবে। বোঝা যাচ্ছে গায়ে প্রচন্ড শক্তি। রনি বলেন আমি যদি আর আধা ঘন্টা পরে আসতাম তাহলে এই ছবি তুলতে পারতাম না। কারন গ্রামবাসী জানিয়েছে অনেক আগে অজগরটি ছাগলটিকে ধরেছিলো।

একজন গ্রামবাসী বলেন এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারন নেই। কারণ অজগরটি ছাগল খাওয়ার পর বনের মধ্যে চলে গেছে।
বন কর্মকর্তা বিদ্যুত সরকার বলেন এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বনের মধ্যে অজগর হরিণ বা অন্যপ্রানী খায়। কিন্তু গ্রামের পাশে এভাবে ছাগল খাওয়ার ঘটনা বিপজ্জনক। কারন ছাগল না হয়ে এটি মানুষ বা শিশুকেও খেয়ে ফেলতে পারতো।

সানবিডি/ঢাকা/আহো