১৯ কোম্পানির লেনদেন মঙ্গলবার চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১২:৪১:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার চালু হবে।কোম্পানিগুলো হলো- বিডি অটোকার্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ঝিলবাংলা, জেনারেশন নেক্সট, শ্যামপুর সুগার, রেনউইক যজ্ঞেশ্বর, ইন্ট্রাকো রিফুয়েলিং, খুলনা পাওয়ার কোম্পানি, সাফকো স্পিনিং, জিপিএইচ ইস্পাত, অলটেক্স, জেমিনি সি ফুডস ও আমান কটন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ সোমবার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে কোম্পানি ১৯টি। আগামী মঙ্গলবার এ কোম্পানি ১৯টির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস