গৃহস্থালী কাজে ফাঁকিবাজি, ইতালীয় স্ত্রীর জেল
প্রকাশ: ২০১৬-০২-০৫ ১৪:৪৫:০২
গৃহস্থালী কাজে ফাঁকি দেওয়ার অভিযোগে ইতালীয় এক গৃহিনীর ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ওই নারীর স্বামীর করা অভিযোগের প্রেক্ষিতে এই রায় দেয় আদালত।
ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর লাজিও-র এই বাসিন্দার নাম ৪০ বছর বয়সী সোননিনো। তাঁর বিরুদ্ধে রান্না না করা এবং ঘর-বাড়ি অপরিচ্ছন্ন রাখার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্বামী। আদালতের রায়ে বলা হয়েছে, গৃহস্থালী কাজের প্রতি স্ত্রীর অনীহায় ‘অপমানিত’ হয়েছেন ৪৭ বছর বয়সী সোননিনোর স্বামী।
ভুক্তভোগী বেচারা স্বামী জানিয়েছেন, গত দুবছর ধরে সংসারের কাজে মনোযোগ নেই সোননিনোর। আদালতকে দেয়া বিবৃতিতে সোননিনোর স্বামী বলেন, ‘স্ত্রীর এই অনীহার কারণে বাধ্য হয়ে আমাকে অস্বাস্থ্যকর জীবন-যাপন করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বেশিরভাগ সময়ে বাইরে থেকে খাবার কিনে আনা হত। কদাচিৎ আমার স্ত্রী রান্না করত। তার অপরিচ্ছন্নতার কারণে আমরা একই রুমে থাকতাম না।’ তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন সোননিনো। জানা যায়, আগামী ১২ অক্টোবর পরবর্তী বিচারের দিন ঠিক করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো