সায়েন্স ফিকশন টানছে মানুষ
প্রকাশ: ২০১৬-০২-০৫ ২০:০৩:৪৮
বাংলা ভাষায় বিজ্ঞান কল্পকাহিনী লেখা জনপ্রিয় হয়েছিল হুমায়ূন আহমেদের হাতে। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বেড়ে এখন আকাশচুম্বী। বিশেষ করে কিশোর এবং তরুণ বয়সী পাঠকদের কাছে বিজ্ঞান কল্পকাহিনী তথা সায়েন্স ফিকশনের চাহিদা ব্যাপক।
অনেক পাঠক মেলায় আসেন কেবল সায়েন্স ফিকশন কেনার জন্যই। এ বিষয়ে কথা হলো ইডেন কলেজের শিক্ষার্থী রুবাইয়া রূপার সাথে। তিনি জানালেন, তার মেলায় আসার মূল কারণ মুহম্মদ জাফর ইকবালের নতুন সায়েন্স ফিকশন কী এসেছে তা সংগ্রহ করা।
বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক করার পেছনে মুহম্মদ জাফর ইকবালের নাম অগ্রগণ্য। প্রতিবছর গ্রন্থমেলায় অনেক পাঠক অপেক্ষায় থাকেন তার নতুন কী বই বের হলো তা কেনার জন্য।
হুমায়ূন আহমেদের অনুজ এই লেখকের দুটি বই এসেছে এবারের গ্রন্থমেলায়। কাকলী প্রকাশনী থেকে বের হয়েছে ‘তিতুনি এবং তিতুনি’ এবং তাম্রলিপি থেকে এসেছে ‘ক্রেনিয়াল’।
এবারের গ্রন্থমেলায় বেশ কয়েকটি নতুন সায়েন্স ফিকশন এসেছে। হাসান খুরশিদ রুমীর সম্পাদনায় এইচজি ওয়েলস-এর ‘সায়েন্স ফিকশন সমগ্র’ বের করেছে চারুলিপি। সূচিপত্র প্রকাশ করেছে বিজুর সোমা-এর ‘সেলফি’। সাইফ ইমন-এর ‘ইটিসি’ এবং রওনক ইকরাম-এর ‘এলিয়েন কী সত্যি আছে-২’ প্রকাশ করেছে কলি প্রকাশনী।
সানবিডি/ঢাকা/রাআ