আগামীকাল বছরের শেষ সূর্যগ্রহণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-০৩ ২০:১৫:৪৪
আগামীকাল (৪ ডিসেম্বর) বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। দিনটি মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয়ে গ্রহণ চলবে ২টা ছয় মিনিট পর্যন্ত।
অ্যান্টার্কটিকাই পৃথিবীর একমাত্র স্থান যেখান থেকে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া সেন্ট হেলেনা, নামিবিয়া, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ জর্জিয়া এবং স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ক্রোজেট দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, চিলি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো কয়েকটি জায়গার মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন।
যেহেতু গ্রহণ দ্বারা আচ্ছাদিত এলাকা বড় হবে, তাই এটি সূর্যোদয় বা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের সময় এবং পরে পৃথক পৃথক অঞ্চলে ঘটবে। এর মানে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় গ্রহণ দেখার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে।
পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র, পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাকেই সূর্যগ্রহণ বলে।
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায়। ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। তখন দিনের বেলায়ই অন্ধকার নেমে আসে।
এএ