টাকা তোলা-জমানোয় জনপ্রিয়তা বাড়ছে এটিএম বুথের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৪ ১৮:৫৩:৪৯
ব্যাংক খাতও এখন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। দেরিতে হলেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রাহকবান্ধব হচ্ছে দেশের ব্যাংকিং ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংকগুলোতে এটিএমের পাশাপাশি টাকা জমা দেওয়ার মেশিনের জনপ্রিয়তা বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বছরের ব্যবধানে সিআরএম মেশিনে টাকা জমা বেড়েছে ২ হাজার ৫০৭ কোটি ৩০ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭০ দশমিক ৮১ শতাংশ বেশি।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, করোনা-পরবর্তী বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ব্যবসায়ীদের ব্যাংকে আনাগোনা বেড়েছে। যার কারণে টাকা জমা দিতে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। এই ঝামেলা থেকে বাঁচতেই গ্রাহকরা সিআরএমে ঝুঁকছে।
২০২০ সালের সেপ্টেম্বরে নামমাত্র কিছু সিআরএমে টাকা জমা পড়েছিল। কিন্তু বছর ঘুরতেই ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার চেয়ে সিআরএমে টাকা জমা দেওয়ার প্রবণতা বেড়েছে গ্রাহকদের মাঝে।
কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে যেখানে সিআরএমে টাকা জমা দেওয়া হয়েছিল ৬৭৬ কোটি ১০ লাখ টাকা। সেখানে বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৩ কোটি ৪০ লাখ টাকায়। সে হিসেবে বছরের ব্যবধানে সিআরএমে টাকা জমা দেওয়ার পরিমাণ বেড়েছে ২ হাজার ৫০৭ কোটি ৩০ লাখ টাকা, যা গত অর্থবছরের এই সময়ের চেয়ে ৪৭০.৮১ শতাংশ বেশি। আর জানুয়ারি মাসে সিআরএমে টাকা জমা পড়ে ১ হাজার ৯০২ কোটি টাকা। সে হিসেবে ৯ মাসে বেড়েছে ১ হাজার ২৮১ কোটি ৪০ লাখ টাকা, যা গত জানুয়ারি মাসের চেয়ে বেশি। দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট সিআরএম মেশিনের সংখ্যা ৫৮৩টি। এই সিআরএমগুলোতে প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি গ্রাহক টাকা জমা দেন বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংকাররা বলছেন, করোনা-পরবর্তীতে সিআরএমে টাকা জমা দেওয়ার প্রবণতা অনেকাংশই বেড়েছে। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকতে চান না বলেও মনে করেন তারা। এদিকে করোনা-পরবর্তী সময়ে বেড়েছে কার্ডভিত্তিক লেনদেনও। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে গ্রাহকরা সব মিলিয়ে ক্রেডিট কার্ডে লেনদেন করেছে ১ হাজার ৮৪০ কোটি টাকা। যা আগের মাস অর্থাৎ আগস্টের তুলনায় ১০ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৫১ শতাংশ বেশি।
সানবিডি/এনজে