প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৫ ১১:৩৩:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এনভয় টেক্সটাইল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৮৭ কোটি টাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যে ৮ কোটি ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করে এই টাকা উত্তোলন করবে।পাঁচ বছর মেয়াদী এই প্রেফারেন্স শেয়ার ধরন হচ্ছে ফুল্লি রিডেম্বল কিউমুলেটিভ নন-কনভার্টেবল।

সাধারণ শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। কোম্পানিটি সুতা উৎপাদনের জন্য প্রকল্প সম্প্রসারণ কর্মসূচিতে অর্থায়ন এবং উচ্চ মূল্যের ঋণ পরিশোধে এই অর্থ ব্যবহার করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস