মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানির আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১০:৫২:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান সালেক টেক্সটাইলের আরএমজি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির লোকসান এবং কারখানা ও ফ্যাক্টরি প্রাঙ্গনের লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামী ৩১ ডিসেম্বর থেকে কোম্পানিটির আরএমজি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে। মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানিতে ৯৭ দশমিক ৯২৫ শতাংশ শেয়ার আছে।সালেক টেক্সটাইলের আরএমজি ইউনিট বন্ধের জন্য প্যারেন্ট কোম্পানি হিসাবে মালেক স্পিনিংকে কোনো তহবিল সরবরাহ করতে হবে না।সালেক টেক্সটাইলের কারখানা, মেশিনারিজ, প্লান্ট এবং অন্যান্য জিনিস বিক্রি করে কোম্পানিটির ঋণ মেটানো হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস