উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে জেএমআই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২১ ১০:৫৩:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের পরিচালনা পর্ষদ মেশিনারিজ ক্রয়ের জন্য ৬ লাখ ১৫ হাজার ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি দেশের চাহিদার পাশাপাশি বিশ্বব্যাপী চাহিদা মেটাতে ০.৫ এমএল অটো ডিজেবল সিরিঞ্জ উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন মেশিনারিজ ক্রয় করবে। ব্যবসা থেকে জৈবভাবে উৎপন্ন নগদ প্রবাহ ব্যবহার করে নতুন বিনিয়োগে অর্থায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের পর ০.৫ এমএল অটো ডিজেবল সিরিঞ্জের বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পাবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস