সরকারের পক্ষে শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-১২-২৯ ১০:৫৩:২৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ কোম্পানির পরিচালনা পর্ষদ সরকারের পক্ষে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি সরকারের পক্ষে ১ কোটি ৪৮ লাখ ৬৯ হাজার ৩৭টি শেয়ার ইস্যু করবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

এজন্য কোম্পানিটি সরকারের কাছ থেকে মোট ১৬৬ কোটি টাকা পেয়েছে। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ১৪০ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরে ২৬ কোটি টাকা পেয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস