গোল্ডেন হার্ভেস্টের রাইটের অব্যবহৃত ফান্ড ব্যবহারে সময় বাড়ল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৪:৩৫:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর অব্যবহৃত রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময় বাড়ানোয় অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা এই অর্থ ব্যবহারে সময় বাড়ানো অনুমোদন দেয়।অব্যবহৃত রাইট ইস্যু ফান্ডের অর্থ ব্যবহারে ২০২৩ সালের ২১ জানুয়ারি পর্যন্ত অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডররা।
এখন এই অর্থ ব্যবহারে সময় বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস