প্রাইমারি ডিলার লাইসেন্স পেলো রূপালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-৩০ ১৯:২৫:০৫


সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী কেনাবেচার সেকেন্ডারি মার্কেট সক্রিয় করার লক্ষ্যে রূপালী ব্যাংককে সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে একবছরের জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক বিভিন্ন সময় জারিকৃত নির্দেশগুলোর পরিপালন নিশ্চিত করতে হবে প্রাইমারি ডিলারদের।

সার্কুলারে আরও বলা হয়েছে, প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে পরবর্তী একবছরের কার্যক্রম বিবেচনাপূর্বক লাইসেন্সটির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

এএ