ওয়ান ব্যাংকের এমরানকে কারাগারে পাঠালেন হাইকোর্ট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১৫:৩৫:০৬


দুর্নীতি মামলায় ওয়ান ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠিয়েছেন হাইকোর্ট। মামলায় অপর দুই আসামিকে তিন সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

আজ সোমবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

সানবিডি/এনজে