আজ এমারেল্ড অয়েলের বাণিজ্যিক উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৯ ১০:১৮:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ জানা গেছে।

জানা গেছে, পরীক্ষামূলক উৎপাদন সফল হওয়ায় ৯ জানুয়ারি থেকে কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এর আগে লকডাউনের কারণে ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কোম্পানিটির অফিস বন্ধ ছিল। এতে করে লাইসেন্স নবায়ন করতে পারেনি কোম্পানিটি।

এছাড়া ব্যাংক ও এনবিএফআইয়ের দায় রিসিউল ও শেয়ার হস্তান্তর কার্যক্রম বিলম্ব হয়েছে। এতে করে ১ সেপ্টেম্বর উৎপাদনের ঘোষণা দিয়েও সম্ভব হয়নি। অবশেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম সফল হলে আজ থেকে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস