এআইবিএল,আইবিবিএল এবং এসজেআইবিএল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১০ ১৬:৪০:৩৪


আল-অরাফাহ্ ইসলামী ব্যাংক এর এআইবিএল, ইসলামী ব্যাংক এর আইবিবিএল এবং শাহজালাল ইসলামী ব্যাংক এর এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্প্রতি সম্পন্ন হয়েছে।

দীর্ঘ ১৪ বছরের বিরতির পর এআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি নতুন আইন এর আওতায় সর্ব প্রথম ইস্যুক্রিত বন্ড এবং আইবিবিএল দ্বিতীয় মুদারাবা পার্পেচুয়াল বন্ডটি কোন ইসলামী ব্যাংক দ্বারা ইস্যুক্রিত সর্ব বৃহৎ পার্পেচুয়াল বন্ড।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই তিনটি ইস্যুর মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর ম্যানেজিং ডিরেক্টর মোঃ গোলাম ফারুক, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মেদ নাদিম, এফসিএ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, শাহ্‌জালাল ইসলামি ব্যাংক লিমিটেডের চিফ ফিনানশিয়াল অফিসার মোঃ জাফর সাদেক, এফসিএ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও তানজিম আলমগির।

এছাড়া, এআইবিএল, আইবিবিএল, এসজেআইবিএল এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এএ