প্রবৃদ্ধি অর্জনে ৫১০ কোটি টাকা বিনিয়োগ করবে এডিবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১২ ২০:৫২:১৫


প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৫১০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

আজ বুধবার (১২ জানুয়ারি) এডিবির প্রধান কার্যালয় ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এ বিষয়ে এডিবি জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করার জন্য ৬ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। এ অঞ্চলের যেসব দেশ নতুন কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন খাত উন্নয়ন, ওষুধ খাতের সম্প্রসারণ, কর-রাজস্ব বৃদ্ধি এবং স্বাস্থ্য ও আর্থিক সেবাগুলোকে আরও উন্নত করবে তারাই মূলত এ বিনিয়োগ ব্যবহারে অগ্রাধিকার পাবে।

সানবিডি/এনজে