‘বইমেলায় আসছে সিস্টার হেলেনের তিন বই’
আপডেট: ২০১৬-০২-১১ ১১:৫৮:১০
বইমেলায় প্রথম প্রকাশিত হতে হচ্ছে বিশিষ্ট সমাজসেবী ও সফল নারী উদ্যোগক্তা হেলেনা জাহাঙ্গীরের (সিস্টার হেলেন) তিনটি বই। ভ্যালেন্টাইন’স ডে ও পহেলা ফাল্গুনকে সামনে রেখে এ বইমেলায় তার ‘সত্তা’ ‘ফেইজবুকের পাতা থেকে’ এবং ‘সময়ের দর্পণ’ নামক তিনটি বই প্রকাশিত হবে।
বই তিনটি প্রকাশ করেছে দ্য ইউনির্ভাসাল প্রকাশনি। স্টল নং ৪০১, ৪০২, ৪০৩।
আগামীকাল বিবেল তিনটায় এই মোড়ক উন্মোচিত হবে বলে জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।
তিনি বলেন, এই বইয়ের মোড়ক উন্মোচন করবেন আলী ইমাম, রাকিব হাসান, গোলাম মাওলা, কথা সাহিত্যিক বুলবুল চৌধুরী, কবি শামীম রুমীসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
আপনিতো ব্যবসা জগতের লোক সাহিত্য জগতে কেন আসলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ব্যবসার পর যতটুকু সময় পাই তা সমাজ সেবায় ব্যয় করি। তখন মানুষের কাছ থেকে নানা ধরণের দু:খের কথা, সমাজের অসঙ্গতির কথা জানতে পারি, সেই কথাগুলি আমি বইয়ের মাধ্যমে প্রকাশ করছি। এটার মাধ্যমে প্রকাশ করার জন্যই মূলত লেখা-লেখির জগতে আসা।
এই লেখিকা জানিয়েছেন, ’বছর ঘুরে আবারও এসেছে বাঙালির জাতীয়তা, সংস্কৃতির বিষয়, ঐতিহ্যের এই মেলা। এটি শুধু একটি মেলাই নয়, সত্যিকারের এক মিলন মেলাও। এ মেলায় আমার তিনটি বই প্রকাশিত হতে যাচ্ছে, এই ভেবে আমি সত্যিই অনেক গর্ভিত ও আনন্দিত।’
তিনি বলেন, শত ব্যস্ততার মাঝেও ভাষার টানে-ভাষার মাসে সব শ্রেণীর পাঠকের জন্য ভিন্ন আঙ্গিকে সময়ের পেক্ষাপটে বই তিনটি লেখার চেষ্টা করেছি, চেষ্টা করেছি জীবন আর জয়কে নিয়ে লেখার। তুলে ধরেছি আপনাদেরই কথা, কলমের কালিতে আঁকতে চেয়েছি দেশ ও দশের প্রতিচ্ছবি।
তিনি ‘ফেইসবুকের পাতা থেকে’ বইটি উৎসর্গ করেছেন ফেইসবুকসহ সকল সোস্যাল মিডিয়া বন্ধুদের এবং বিগত সময়ের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ের উপর লেখা ‘সময়ের দর্পণ’ প্রিয় দেশকে উৎসর্গ করেছেন। এছাড়া জীবন চলার পথে বিভিন্ন সময়ের উৎসাহ ও অনুপ্রেরণা থেকে কিছু কবিতা ও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা ‘সত্তা’ বইটি উৎসর্গ করেছেন সেই প্রিয় মানুষকে যার অনুপ্রেরণায় তিনি আজ এতো দূর।
বন্ধুমহল ও পাঠকদের অন্তত একটু আনন্দ দেয়ার জন্য এটা আমার স্বল্প প্রচেষ্ঠা মাত্র। আগামীকাল ১২ ফেব্রুয়ারি আমার বই প্রকাশ উপলক্ষে বিকাল ৩টা হতে ৫টা পর্যন্ত বন্ধুমহল ও পাঠকদের উদ্দেশ্যে মেলা প্রাঙ্গনে থাকবো বলে আশা রাখছি। ভালো কিছু করার প্রত্যয় নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।
সানিবডি/ঢাকা/এসএস