১৮ কোম্পানির বোর্ড সভা আজ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-২৬ ২১:২৮:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (২৬ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে একটির লভ্যাংশ এবং ১৭টির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : গ্রামীণফোন, প্রিমিয়ার সিমেন্ট, খুলনা পাওয়ার, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, মীর আখতার হোসাইন, জেমিনি সী ফুড, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবলস, উসমানিয়া গ্লাস, বিবিএস, জিলবাংলা সুগার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি ল্যাম্পস, জেএমআই সিরিঞ্জ, এপেক্স ফুটওয়্যার এবং ইজেনারেশন।

কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের দুপুর ২.৩৫টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল সাড়ে ৩টায়, খুলনা পাওয়ারের বিকাল সাড়ে ৪টায়, এপেক্স ফুডসের সকাল ৯টায়, এপেক্স স্পিনিংয়ের সকাল সাড়ে ৮টায়, মীর আখতারের সন্ধ্যা ৬টায়, জেমিনি সী ফুডের বিকাল ৪টায়, বিএসআরএম স্টিলের বিকাল ৪টায়, বিএসআরএম লিমিটেডের বিকাল ৫টায়, বিবিএস কেবলসের বিকাল সাড়ে ৩টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৩টায়, বিবিএসের বিকাল ৫টায়, জিলবাংলা সুগারের বিকাল ৩টায়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের বিকাল সাড়ে ৩টায়, বিডি ল্যাম্পসের বিকাল ৩টায়, জেএমআই সিরিঞ্জর দুপুর আড়াইটায়, এপেক্স ফুটওয়্যারের বিকাল ৪টায় এবং ইজেনারেশনের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর প্রিমিয়ার সিমেন্ট, খুলনা পাওয়ার, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, মীর আখতার হোসাইন, জেমিনি সী ফুড, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবলস, উসমানিয়া গ্লাস, বিবিএস, জিলবাংলা সুগার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বিডি ল্যাম্পস, জেএমআই সিরিঞ্জ, এপেক্স ফুটওয়্যার ও ইজেনারেশনের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস