বুধবার গ্রন্থমেলায় বই এসেছে ১৪০টি
আপডেট: ২০১৬-০২-১৮ ১১:১০:৩০
বুধবার অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে মেলায় নতুন বই এসেছে ১৪০টি । বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়ভিত্তিক বই:
গল্প-১৮টি, উপন্যাস-১৯টি, প্রবন্ধ-৬টি, কবিতা-৪৭টি, গবেষণা-১টি, ছড়া-৩টি, শিশুতোষ-৫টি, জীবনী-৩টি, রচনাবলী-১টি, মুক্তিযুদ্ধ-১২টি, নাটক-০টি, বিজ্ঞান-৩টি, ভ্রমণ ৩টি, ইতিহাস-৩টি, রাজনীতি-০টি, স্বাস্থ্য/চিকিৎসা-১টি, কম্পিউটার-০টি, রম্য/ধাঁধা-০টি, ধর্মীয়-০টি, অনুবাদ-১টি, অভিধান- ০টি, সায়েন্স ফিকশন-০টি এবং অন্যান্য-১৪টি।
উল্লেখযোগ্য কিছু বই:
আদনান ফারুক হিল্লোলের ‘ভালোবাসার বাংলাদেশ’, কালের স্মৃতি-মো. মহসিন, ইসলাম ধর্ম চিন্তা-ড. মুহাম্মদ সিদ্দিক, তোমার বসন্ত দিনে-বাদল মেহেদী, মোহনার বাঁশি-সুলতান উদ্দীন আহাম্মদ, বাংলাদেশে শিক্ষার সমস্যা-মহসিন খোন্দকার, শূন্য শব্দঘর-মিজান টিটু, শ্রাবণের মেঘলা রাত-আনোয়ার বিন এ খালেক, বুক পকেটের গল্প গুলো-ষ্টারিটেলার বাংলাদেশ। সব বইয়ের লিস্ট-দাম দেখতে ক্লিক করুন।
অনুষ্ঠানমালা:
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয়েছে শওকত ওসমান জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শান্তনু কায়সার। আলোচনায় অংশগ্রহণ করেন কথাশিল্পী মঈনুল আহসান সাবের, কথাশিল্পী জাকির তালুকদার, লেখক নুরুল করিম নাসিম এবং জয়দুল হোসেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট কথাশিল্পী সেলিনা হোসেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর বাউল সংঘ’ এবং নৃত্য পরিবেশন করেন মো. মাসুম হুসাইনের পরিচালনায় নৃত্য সংগঠন ‘পরম্পরা নৃত্যালয়’। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাইদুর রহমান বয়াতী, হাসান মাহমুদ, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা মুক্তি গোমেজ, টুটুল বাউল, সেলিনা আলম, আবুল কালাম আজাদ, আফরোজা খান মিতা, সাজেদা ইসলাম ফাতেমী, শান্তা সরকার, মো. মুরাদ হোসেন এবং মোহাম্মদ মারুফ হোসেন। যন্ত্রাণুষঙ্গে ছিলেন জয় প্রসাদ সিংহ রায় (তবলা), হোসেন আলী (বাঁশি), মো. মোকাদ্দেস আলী (দোতারা), শাহাদাৎ হোসেন (মন্দিরা), এস এম রেজা বাবু (ঢোল)।
আজকের অনুষ্ঠান:
বিকেল ৪:টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে আহসান হাবীব জন্মশতবর্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তারেক রেজা। আলোচনায় অংশগ্রহণ করবেন হাবীবুল্লাহ সিরাজী, অসীম সাহা, নাসির আহমেদ এবং অনু হোসেন। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক সৈয়দ আবুল মকসুদ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানবিডি/ঢাকা/এসএস