ব-দ্বীপ প্রকাশনী খোলার দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২০১৬-০২-১৮ ২০:১১:৪৫
মানববন্ধন করে ‘ইসলাম বিতর্ক’ বইয়ের প্রকাশক শামসুজ্জোহা মানিক সহ গ্রেপ্তারকৃত অন্যদের অবিলম্বে মুক্তি ও ব-দ্বীপ প্রকাশনীর স্টল খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে লেখক-প্রকাশক পাঠক-জনতার ব্যনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি, ব-দ্বীপ প্রকাশনীর স্টল খুলে দেওয়া এবং বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জামান খানের পদত্যাগ দাবি করেন। গণজাগরণ মঞ্চের কর্মী জীবনানন্দ জয়ন্ত’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক এবং ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার, প্রকাশক রাখাল রাহা, প্রকাশক রবিন আহসান, গণজাগরণ মঞ্চের কর্মী জামসেদ আনোয়ার তপন সহ প্রমুখ।
লাকি আক্তার বলেন, যে বইয়ের কারণে শামসুজ্জোহা মানিককে গ্রেপ্তার করা হয়েছে সেটা ২০১৩ সালে প্রকাশিত হয়েছে। বইটির বিরুদ্ধে কারো যদি কোন বক্তব্য থাকতো তাহলে আইনের মাধ্যমে লড়াই করতো। কিন্ত বাংলা একাডেমি কোনো প্রকার বক্তব্য না দিয়ে ব-দ্বীপ প্রকাশনীর স্টল বন্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, যারা মুক্ত বুদ্ধির চেতনায় আঘাত হানে পুলিশ তাদের গ্রেপ্তার না করে মুক্তবুদ্ধির লোকদেরকে গ্রেপ্তার করছে।
প্রকাশক রাখাল রাহা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিবেশকে যারা ক্ষতিগ্রস্ত করে পুলিশ তাদের কে গ্রেপ্তার করতে পারে না।অভিজিত রায়ের খুনিরা এ দেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। অথচ যারা মুক্তচিন্তার সমাজ বিনির্মাণের কাজ করছেন তাদেরকে চোর-ডাকাতের মতো হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, গত এক বছরে পাঁচ জন লেখক প্রকাশক হত্যার খুনিদের একজনেরও বিচার হয়নি। বাংলা একাডেমীর মহাপরিচালকের ‘সংযত হয়ে লেখালেখি করুন’ উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এ দেশে আজ খুন করার চেয়ে মুক্তবুদ্ধির চর্চা বেশি অপরাধজনক।
প্রকাশক রবিন আহসান বলেন, যে শামসুজ্জোহা উনসত্তরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তাকে আপনারা (পুলিশ) কোমরে দড়ি বেঁধে গেপ্তার করেছেন। শাবাশ বাংলাদেশ, শাবাশ বাংলাদেশের পুলিশ। আপনারা অবশ্যই শাবাশ পাওয়ার যোগ্য। রবিন আহসান এ সময় বাংলা একাডেমির মহাপরিচালকে সবথেকে বড় উসকানীদাতা উল্লেখ্য তার পদত্যাগ দাবি করেন।
জামসেদ আনোয়ার তপন সমস্ত লেখক প্রকাশকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে বলেন, এখনো সময় আছে আপনারা রাস্তায় নেমে আসুন।
সানবিডি/ঢাকা/আহো