বইমেলায় আহমেদ সজলের ‘অবিরত জোছনার গান’

প্রকাশ: ২০১৬-০২-২৮ ১০:৫৮:৪২


Ahmed Sojolঅমর একুশে গ্রন্থমেলা শেষের পথে। সবার মনে আনন্দের জোয়ারে ভাটা লাগতে শুরু করলেও এক পসলা সুখানুভুতিন থেকেই যায় পাঠক, লেখকদের মনে। বইমেলা, নতুন বইয়ের গন্ধ সে এক অন্যরকম অনুভুতি। সেই অনুভুতিতে যদি যোগ হয় ‘অবিরত জোছনার গান, তাহলে তো কথাই নেই। আকাশে এক ফালি চাঁদ যখন মিট মিট করে হাসে আর সেখানে যদি জোছনার সাথে মিতালী হয় তখনকার আবহ সাহিত্যের রূপ ধারণ করে। তেমনিই  একুমুঠো জোছনা হাতে নিয়ে তরুন প্রজন্মের কবি আহমেদ সজল এবারে বইমেলায় নিয়ে এসেছেন অসাধারণ কাব্য গ্রন্থ ‘অবিরত জোছনার গান’।

তরুন এই কবির এটাই হল প্রথম কোন কাব্য গ্রন্থ। কবি তার সাহিত্য রস দিয়ে রচনা করেছেন ‘অবিরত জোছনার গান’ কাব্য গ্রন্থটি। গ্রন্থটিতে রয়েছে ২৮টি কবিতা। কবি মনের সকল অভিব্যক্তি প্রকাশ পেয়েছে তার এই ‘অবিরত জোছনার গান’ কাব্য গ্রন্থে।

কবিতার শিরোনাম পাঠকদের সামনে তুলে ধরছি, সোনার নাও,পবনের বৈঠা, প্রেম অথবা পুঁজীবাদী কবিতা, মৃত্যু পাঠাও হে ঈশ্বর, আত্মপরিচয়, গাবোর জন্য, কবি, ইভের প্রতি, জীবনোন্মুখ, প্রদোষকাল, সহায়হীন, সম্বলহীন, নির্বোধ উপমা কিংবা ভালবাসা, মুদ্রা অথবা আদিম আহবান, বাড়ির নাম মায়াবী, রানী আপা, হৃদয়রথী, নারী, না নদী, অলৌকিক কবি, আমিও হতভম্ব, আলাপ, দুর্বৃত্ত হৃদয়, পদ্য নয় গদ্য, আত্মঘাতী হবো, কেন, বাংলাদেশের গ্রাম, প্রিয়তমেষু, পাহাড়ি নদী, আগ্রস্থিত ও শ্লোগান।

আহমেদ সজল বরিশালের সন্তান, নাট্যকলা বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী এবং ইউনেস্কো মদনজিৎ সিং বৃত্তি নিয়ে এসিয়ান কলেজ অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

এছাড়াও তিনি রাজনীতির ছোট কাগজ সৈনিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক, সমকালীন বিভিন্ন বিষয়েও তিনি সমান তালে লেখা-লেখি করেন।

সানবিডি/ঢাকা/এসএস