এস.এস স্টিলের ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৩:৪৩:১৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিলের পরিচালনা পর্ষদ কর্পোরেট অফিসের জন্য ফ্লোর স্পেস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নর্থবাড্ডার প্রগতি স্বরণীর পার্ল ট্রেড সেন্টারে ২৯ হাজার ৭৭২ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে। কোম্পানিটি ঢাকার জগন্নাথপুরে এজে ট্রেড সেন্টারে ২৮ হাজার৬৭৯ বর্গফুট আরেকটি অফিস স্পেস কিনবে।

কোম্পানিটির জমি কিনতে মোট ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা ব্যয় হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস