এবি ব্যাংকের পর্ষদে থাকছেন না রুমী আলী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৬ ১৯:৩৭:২২
পুঁজিবাজারের তালিকাভূক্ত এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে থাকছেন না বিশিষ্ট ব্যাংকার এ রুমি আলী। বুধবার (৬ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয় সেখানেই তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রুমি আলী সানবিডিকে বলেন, আমি বিগত তিন বছর ধরে ব্যাংকে পর্ষদে ছিলাম। আইন অনুযায়ী একজন পরিচালকের মেয়াদ থাকে তিন বছর। পর্ষদে থাকতে হলে আগ্রহ প্রকাশ করে নির্বাচনে অংশ নিতে হয়।
তিনি বলেন, আমি আর ব্যাংকে থাকছিনা, সেই জন্য নির্বাচনে অংশ নেইনি।
ব্যাংক সূত্র জানিয়েছে, তিন বছর আগে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হলে তাঁকে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে মুহাম্মদ এ. (রুমী) আলী বলেছেন, ‘আমাদের নতুন পরিচালনা পর্ষদ তিন বছর আগে নতুন উদ্যমে ব্যাংক পরিচালনা কার্যক্রম শুরু করেন। নতুন পরিচালনা পর্ষদের পাশাপাশি ব্যাংকের ব্যবস্থাপনা দলও ঢেলে সাজানো হয়। বিগত তিন বছরের দুর্গম পথ পাড়ি দেওয়া আমাদের জন্য সহজ ছিল না। তিন বছর আগে ব্যাংকের অবস্থান অনেক নড়বড়ে ছিল। অনেক চড়াই-উতরাই পার হয়ে ব্যাংকটির হারানো গৌরব ফিরে পেতে নিরলসভাবে কাজ করেছি।’
এএ