রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০৭-০৭ ১০:৫৫:৪৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২২) কোম্পানিটি ৩৫ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫৫ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১ কোটি ৭৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

চলতি বছরে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি  ১ কোটি ৫৩ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৯ কোটি ৯৮ লাখ টাকা।

এর আগের বছর কোম্পানিটি  ১ কোটি ২৪ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৩৩ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস