বাণিজ্যিক ফ্লোর স্পেস ক্রয় করবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৭ ১০:৫৮:৫৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনাকল্যাণ ইন্স্যুরেন্স বাণিজ্যিক ফ্লোর স্পেস ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সেনাকল্যাণ বিজনেস মার্টের কাছ থেকে ঠিকানা: ২১৮/সি, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ থেকে থেকে ৬৯৯২ স্কয়ার ফিট (আনুমানিক) ২টি কার পার্কিং সুবিধাসহ ফ্লোর স্পেস ক্রয় করবে।
রেজিস্টেশন ও অন্যান্য খরচসহ ফ্লোর স্পেস ক্রয়ে মোট ১২ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা আইপিও খাত থেকে ব্যয় হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই জমি ক্রয় সম্পন্ন হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস