পুরোদমে উৎপাদনে জাহিন স্পিনিং
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৭-২৬ ০৭:০৪:৫৬
পুরোদমে উৎপাদনে আসছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডে। কোম্পানিটির কারখানায় ২০১৯ সালের ২০ ডিসেম্বর আগুন লাগে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিলে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যন্ত্রপাতি মেরামত, সংস্কার, প্রতিস্থাপন ও নতুন যন্ত্রপাতি স্থাপনের পর কারখানায় পুরোদমে উৎপাদন শুরু করেছে জাহিন স্পিনিং লিমিটেড। গত ১৬ জুলাই থেকে কোম্পানিটির কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হয়েছে বলে বিএসইসিসি,ডিএসই ও সিএসইকে জানিয়েছে কোম্পানিটি।
গত বছরের জানুয়ারিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাহিন স্পিনিংয়ের কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানাটির ব্লো রুম, কার্ডিং, ড্রইং, সিমপ্লেক্স, অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং ও শেড, গুদাম ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ছয় মাস পর গত বছরের ১৭ জুলাই থেকে কোম্পানিটির কারখানায় আংশিক উৎপাদন শুরু হয়। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরেও কোম্পানিটির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই সময় কারখানাটিতে উৎপাদন কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায়।
রোববার (১৭ জুলাই) জাহিন স্পিনিংয়ের শেয়ার প্রতি মূল্য ছিল ১৩ টাকা ২০ পয়সা। বি ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর