ইডিএফ ঋণে বিশেষ সুবিধার মেয়াদ বাড়লো ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-১৯ ১৬:৫২:১৮


করোনার প্রভাবের কারণে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে বিশেষ সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ফলে বিটিএমএ ও বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠান ৩০ মিলিয়ন পর্যন্ত ঋণ নিতে পারবে। সাধারণভাবে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার ঋণ নেওয়া যায়।

মঙ্গলবার (১৯ জুলাই) এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

অপর একটি সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয় কিংবা সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ইডিএফ ঋণের দায় পরিশোধ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অন্য ঋণ নিয়ে ইডিএফের দায় পরিশোধ করবে পরবর্তীতে তারা আর ইডিএফ সুবিধা পাবে না।

সংশ্লিষ্টরা জানান, সুবিধার মেয়াদ বৃদ্ধির এ সিদ্ধান্ত রপ্তানি বাণিজ্যের জন্য সহায়ক হবে।

এএ