আমরা টেকনোলজিসের ব্যান্ডউইডথ ব্লকের আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৯:৩২:১৬


ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইডথ ব্লকের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বকেয়া পরিশোধ করায় সেই ব্লকের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিটিআরসি প্রত্যাহার আদেশে বলেছে, আমরা টেকনোলজিসের ব্যান্ডউইডথ ৫০ শতাংশ ব্লক এবং আপস্ট্রিম সংযোগ প্রদান ও বিদ্যমান সংযোগ আপগ্রেডেশন করা থেকে বিরত থাকার নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এ প্রত্যাহারাদেশ আজ থেকেই কার্যকর হবে।

১৮ জুলাই ব্যান্ডউইডথ ব্লকের নির্দেশনা দিয়ে বিটিআরসি একটি চিঠি জারি করেছিল। আমরা টেকনোলজিসের ৩৩ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া রাজস্ব শোধ না করার জন্য ওই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল-জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে এই প্রত্যাহার আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

বিটিআরসি থেকে চিঠিতে স্বাক্ষর করেন সংস্থাটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক। তিনি বলেন, আমরা টেকনোলজিসের ব্যাপারে ৫০ শতাংশ ব্যান্ডউইডথ ব্লকের নির্দেশ প্রত্যাহারের আদেশ অনুসারেই চিঠিটি দেওয়া হয়েছে।

আমরা টেকনোলজিসের পুরো টাকা একবারে শোধ হয়নি। কিছু বাকি আছে, তবে তারা বকেয়া রাখবে না বলে জানায় প্রতিষ্ঠানটি। আমরা টেকনোলজিসের গ্রুপ সিএফও মো. এনামুল হক বলেন, ‘এটা আমাদের জন্য একটি শিক্ষা। ভবিষ্যতে সতর্ক থাকব।’

দেশে ৩৪টি লাইসেন্সধারী আইআইজি প্রতিষ্ঠান আছে। আইআইজি ইন্টারন্যাশনাল ট্রানজিট প্রোভাইডারের কাজ করে। অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যান্ডউইডথ শুধু আইআইজিই ট্রানজিট করবে। তাদের থেকে ব্যান্ডউইডথ নেবে আইএসপি ও মোবাইল অপারেটরদের প্রতিষ্ঠানগুলো।

এএ