পল্লবীতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৯ ১৪:২২:০৮
রাজধানীর পল্লবী থেকে লতিফ হাওলাদার (৬০) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) ভোরে পল্লবীর কালশীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পের সামনের সড়ক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পারভেজ ইসলাম জানান, শুক্রবার ভোরে মিরপুর-১২ নম্বর কালশীর নতুন রাস্তা কুর্মিটোলা ক্যাম্পের কাছে লতিফের লাশ পড়ে ছিল। পরে স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মগে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এটি ছিনতাইয়ের কোন ঘটনা হতে পারে।
জানা গেছে, লতিফ হাওলাদার পরিবার নিয়ে মিরপুর-১২ নম্বরে ভাড়া থাকতেন।
এম জি