ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ২১:১৫:০৭


বে-মেয়াদি ক্রিডেন্স ফার্স্ট শরিয়াহ ইউনিট ফান্ড (সিএফএসইউএফ) ইউনিট প্রতি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (১ টাকা ৫০ পয়সা) ঘোষণা করেছে। রোববার (৩১ জুলাই) ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন, ২০২২ ।

ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৬৫ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ২ টাকা।

দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং কঠোর গবেষণার দ্বারা পরিচালিত, এ তহবিলটি ধারাবাহিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের শরিয়াহ সূচককে ছাড়িয়ে যায়।

এ সময়ে তহবিলের ১৮.৪৯ শতাংশ এনএভি বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিএসইএস, শরিয়াহ সূচক মাত্র ৫.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শরিয়াহ ইনডেক্সকে ১৩.০১ শতাংশ ছাড়িয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ