ব্যাংকে চাকরি প্রার্থীদের বয়সসীমা শিথিল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৩ ১৬:৪৮:২৭


করোনা মহামারির প্রভাবের কারণে ব্যাংকিং খাতের চাকরি প্রার্থীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, যেসব চাকরি প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ সীমার মধ্যে থাকবে, তারা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

অর্থাৎ যে সব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত নিয়োগের জন্য যোগ্য হবেন। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

এএ