বিচারপতি মানিকের ওপর হামলা, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-০৩ ১৩:১৮:৩৪
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দ্রুত হস্তান্তর করা হবে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় রাতেই দলটির অজ্ঞাত ৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপির মিছিল থেকে বিচারপতির ওপর হামলা হয়। এজন্য বিএনপির ৪০-৫০ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে বলে জানান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
এম জি