বেক্সিমকো গ্রিন সুকুকের ট্রাস্টি সভা আজ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-১১-০৮ ০৯:২৪:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের গ্রিন-সুকুক আল ইসতিসনার ট্রাস্টি কমিটির সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে । আজ বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রথম বছরের দ্বিতীয়ার্ধের হিসাব পর্যালোচনা করা হবে। এছাড়া আলোচ্য সময়ে বিনিয়োগের বিপরীতে সুকুকধারীদের জন্য রিটার্ন ঘোষণা আসতে পারে। ডিএসই  সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রথম অর্ধবার্ষিকের জন্য সুকুকধারীদের ৫ দশমিক ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে করপোরেট বন্ডটি। সুকুকটির অভিহিত মূল্য ১০০ টাকার ওপর রিটার্ন নির্ধারণ করা হয়। টাকার অংকে মোট বিতরণকৃত রিটার্নের পরিমাণ ছিল ১৭৪ কোটি টাকা।

পাঁচ বছর মেয়াদি এ সুকুকটির রিটার্ন ছয় মাস অন্তর প্রদান করা হবে। এক্ষেত্রে রিটার্ন নির্ধারণ করা হবে ৯ শতাংশ ভিত্তিমূল্যের সঙ্গে মার্জিন যোগ করে। সুকুকে বিনিয়োগকারীদের বিনিয়োগের শতভাগ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরের সুযোগ রয়েছে।

সুকুকের সব নিউজ

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ