বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৭ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-১১-০৯ ১৪:১৮:৩৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানি ৭টি হলো: আরএন স্পিনিং, রহিম টেক্সটাইল, পেনিনসুলা, লাভেলো আইসক্রিম, জেএমআই সিরিঞ্জ, ইন্ট্রাকো এবং ইনডেক্স এগ্রো লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আরএন স্পিনিংয়ের ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এবং রহিম টেক্সটাইল, পেনিনসুলা, লাভেলো আইসক্রিম, জেএমআই সিরিঞ্জ, ইন্ট্রাকো ও ইনডেক্স এগ্রোর শেয়ার লেনদেন ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আরএন স্পিনিংয়ের ১৫ নভেম্বর আর রহিম টেক্সটাইল, পেনিনসুলা, লাভেলো আইসক্রিম, জেএমআই সিরিঞ্জ, ইন্ট্রাকো ও ইনডেক্স এগ্রোর শেয়ার লেনদেন ১৪ নভেম্বর বন্ধ থাকবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস