এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি’র আনুষ্ঠানিক উদ্বোধন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-১১-১৬ ১৯:২৫:০৫


এনআরবি ব্যাংক সিকিউরিটিজ পিএলসি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) গুলশানের প্রধান কার্যালয়ে ফিতা কেটে এর উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ব্যাংক লিমিটেড ও এনআরবি সিকিউরিটিজ পিএলসি এর চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও মোহাম্মদ জামিল ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, পরিচালক বায়জুন এন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুল জলিল চৌধুরী, এনআরবি সিকিউরিটিজ পিএলসি’র পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ্ ও উপদেষ্টা মুকতার হোসেনসহ ব্যাংক ও সিকিউরিটিজ পিএলসি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এনআরবি’র চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, আমাদের আইকনিক উদ্দেশ্য হলো বিদেশি বিনিয়োগকারীদের আমাদের পুঁজিবাজারে নিয়ে আসা। পাশাপাশি বাংলাদেশের যারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায় তাদের সর্বাত্মক সহযোগিতা করা। দেশের পুঁজিবাজার বেশ সম্ভাবনাময় খাত। এখানে প্রায় ২৯১টি কোম্পানি বর্তমানে শেয়ার কেনা-বেচা করে। যাদের বার্ষিক লভাংশ্য ৫০ শতাংশের কাছাকাছি। এখানে মানুষদের বিনিয়োগ করতে উদাত্ত আহ্বান জানাই। আমরা যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো।

এএ