এএফসি অ্যাগ্রো থেকে করোনা ভ্যাকসিন ও কিট নিবে সরকার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৪ ০৯:১৮:২৭


পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক থেকে করোনা ভ্যাকসিন ও কিট নিবে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহের অনুমতি পেয়েছে কোম্পানিটি।  কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এএফসি অ্যাগ্রো, প্রবাসী বিজ্ঞানী এবং ঢাকা ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে করোনো ভ্যাকসিন তৈরি করছে। কোম্পানিটি প্রধানমন্ত্রীর কাছ থেকে করোনা ভ্যাকসিন ও টেস্ট কিট সরবরাহের অনুমতি পেয়েছে। কোম্পানিটি খুব দ্রুত করোনা ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে যাবে। প্রাথমিকভাবে স্বাস্থ‌্য মন্ত্রাণলয়ে ২ কোটি ডোজের করোনা ভ্যাকসিন নিবে।

এএফসি অ্যাগ্রো বায়োটেক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৫ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৫২ লাখ ১৬ হাজার ২০০। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে ৩০ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩১ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ