সব এনজিওর চেক ডিজঅনার মামলা স্থগিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১১-২৮ ০৯:৪১:১৪
ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য এনজিওগুলোর দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এখন থেকে কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলেও জানিয়েছেন আদালত।
রোববার (২৭ নভেম্বর) ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ব্র্যাকের দায়ের করা চেক ডিজঅনার মামলার কার্যক্রম বাতিল করে বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালত বলেন, ঋণ আদায়ের জন্য এনজিওগুলো বেআইনিভাবে চেক ডিজঅনার মামলা করে আসছে। ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য মামলা করার কোনো আইন নেই। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা দায়ের করতে পারে।
এদিন আদালত ভবিষ্যতে ক্ষুদ্র ঋণ আদায়ের জন্য কোনো এনজিও চেক ডিজঅনার মামলা করতে চাইলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেন। একইসঙ্গে ক্ষুদ্র ঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথরিটিকে নির্দেশ দেওয়া হয়।
আদালতে ইলিয়াস আলীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিসান মাহমুদ ও জামিউল হক ফয়সাল। এ ছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন।
এম জি