অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০১ ১৬:২৮:৫৭


পুঁজিবাজারের তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটিডের এক উদ্যোক্তা পরিচালক প্রায় এক কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৩৮ হাজার শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

ডিএসইতে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার সর্বশেষ ২৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ হিসেবে মনজুর এলাহী যে পরিমাণ শেয়ার ক্রয় করবেন তাঁর বাজারমূল্য ৯৭ লাখ ৮৫ হাজার টাকা।

এনজে