আল-আমীন কেমিক্যালের ইজিএম সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৪ ০৯:৪৮:১১


পুঁজিবাজারের তালিকভুক্ত আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) ফরিদপুরে বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার মার্কেট থেকে এসএমই মার্কেটে স্থানান্তর করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চলতি বছরের ৩০ মে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দুই প্রতিষ্ঠানকে আল-আমীন কেমিক্যাল অধিগ্রহণের অনুমতি দেয় বিএসইসি। পরে মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মোনার্ক এক্সপ্রেস আল-আমিন কেমিক্যালের ৪.৮০ শতাংশ শেয়ার ক্রয় করে।

২০০২ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আল-আমীন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৫ টাকায়।

এনজে