এডিবি’র ১০.৮০ মিলিয়ন ইউরো ঋণ পাচ্ছে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৫ ১৩:২৩:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলের ঋণ প্রস্তাব গ্রহণ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এনভয়কে দীর্ঘমেয়াদী ঋণ দিতে সম্মতি জানিয়েছে এডিবি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ১০.৮০ মিলিয়ন ইউরো ঋণ গ্রহণ করবে। কোম্পানিটি ঋণের টাকা দিয়ে তাদের দ্বিতীয় স্পিনিং ইউনিটের জন্য মেশিনারি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনবে।

এনভয় টেক্সটাইল ১ বছর গ্রেস পিরিয়ডসহ ৭ বছরের জন্য ঋণ নেবে। এনভয় টেক্সটাইল ঋণ নেওয়ার দেড় বছর পর থেকে সমান অর্ধ-বার্ষিক কিস্তর মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবে।

জানা যায়, নতুন ইউনিট আরও বেশি সয়ংক্রিয় এবং শক্তিশালী। এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬০০ মেট্রিক টন,যা ডেনিম ফেব্রিক্স উৎপাদনে ব্যবহার হয়।

এনজে