বিআরইবি থেকে কাজের সম্মতি পেয়েছে সামিট পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-০৬ ১১:৩৫:০১
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড (বিআরবি) থেকে আশুলিয়া পাওয়ার প্লান্টের কার্যক্রম চালিয়ে যাওয়ার সম্মতি পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানাা গেছে, কোম্পানিটি গত ৪ ডিসেম্বর বিআরইবি থেকে ৩৩.৭৫ মেগাওয়াট আশুলিয়া পাওয়ার প্লান্টের (ইউনিট-২) কাজের সম্মতি পেয়েছে।
গত ৩ ডিসেম্বর কোম্পানিটির পাওয়ার পারসেচ অ্যাগ্রিমেন্ট শেষ হয়েছিল।
সামিট পাওয়ার বর্তমানে বিআরবির সাথে পাওয়ার পারসেচ চুক্তির অন্যান্য শর্ত আলোচনার মধ্যে রয়েছে।
এনজে