২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১২-১১ ১৪:০৩:২৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রূপালী ব্যাংকের ক্রেডিট রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
রূপালী ব্যাংক: ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’ এবং আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের প্রয়োজনীয় তথ্যে ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস