মাইক্রোসফট আনল লুমিয়া ৬৫০ হ্যান্ডসেট

প্রকাশ: ২০১৬-০৪-০৪ ১১:০৪:১৪


Lumia650মাইক্রোসফট করপোরেশন আজ রোববার থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও উইন্ডোজের ভক্ত এমন গ্রাহকদের জন্যই মূলত এই হ্যান্ডসেটটি নিয়ে আসা হয়েছে।

মাইক্রোসফট করপোরেশন আজ রোববার থেকে বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। ছবি সংগৃহীত
এটি একটি উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম সমৃদ্ধ মোবাইল হ্যান্ডসেট, যেটির নির্মাণশৈলী খুবই চমৎকার এবং আধুনিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় সক্ষম। অর্থাৎ এতে নিরাপত্তা সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের গ্রাহকদের জন্য খুচরা পর্যায়ে লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।

মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস – ইমার্জিং এশিয়া এর জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা এ প্রসঙ্গে বলেন, আমরা গ্রাহকদের সামনে উৎকৃষ্ট পণ্য উপস্থাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের এই মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছি। এতে গ্রাহকদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ-সুবিধা। লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি হলো মাইক্রোসফটের সেরা পণ্যগুলোর একটি। এর ডিজাইন বা নকশা অত্যন্ত নান্দনিক। এটি দামেও বেশ সাশ্রয়ী।

সফিসটিকেটেড লুমিয়া ডিজাইন: লুমিয়া ৬৫০ ডিভাইসটি খুবই সফিসটিকেটেড বা অত্যাধুনিক ডিজাইনে (নকশা) তৈরি। এটির ফ্রেম বা কাঠামো অ্যালুমিনিয়ামের এবং ডায়মন্ড কাটে তৈরি। ডিভাইসটি দেখতে চকচকে ও নান্দনিক এই হ্যান্ডসেট অত্যন্ত পাতলা। এটি এ যাবৎকালে লুমিয়ার সবচেয়ে হালকা-পাতলা হ্যান্ডসেট, যেটির পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মি. মি.। এতে আছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, এতে ছবি অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে দেখায়। এমনকি সূর্যালোকের মধ্যেও এই সেটের ডিসপ্লেতে ছবি অসাধারণ দেখায়। ডিভাইসটিতে আছে ২০০ জিবি (গিগা বাইট) পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি।১ অর্থাৎ এর মেমোরি বাড়িয়ে ২০০ জিবি পর্যন্ত করা যাবে।

ব্যবসায়ী গ্রাহকের জন্য তৈরি: লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি বিশেষ করে ব্যবসায়ী গ্রাহকদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের এই ফোন সেটে ব্যবহারিক নিরাপত্তা বেশ সুদৃঢ়। ব্যবসায়িক গ্রাহকদের জন্য চাহিদার কথা বিবেচনা করে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনসহ (অ্যাপস) সর্বশেষ তথ্যপ্রযুক্তির এই উইন্ডোজ টেন মোবাইল ফোনটি নিয়ে এসেছে মাইক্রোসফট। অনন্য এক মোবাইল ডিভাইস ম্যানেজমেন্টের (এমডিএম) মাধ্যমে নতুন এই হ্যান্ডসেট বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে: বাংলাদেশে খুচরা ক্রেতারা এখন মাইক্রোসফটের অনুমোদিত রিটেইল স্টোর বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে আনুমানিক ১৯ হাজার ৫০০ টাকায় লুমিয়া ৬৫০ হ্যান্ডসেট কিনতে পারবেন। আর কমার্শিয়াল কাস্টমার বা বাণিজ্যিক গ্রাহকেরা মাইক্রোসফটের অনুমোদিত রিসেলার বা ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এই হ্যান্ডসেট বাজারজাতকরণের আগে এটি সম্পর্কে দেওয়া কিছু তথ্য বাণিজ্যিকভাবে বিপণন শুরুর আগে অবশ্য পরিবর্তন হয়েছে। মাইক্রোসফট এখানে যেসব তথ্য উল্লেখ করেছে এর বাইরে অন্য কোনো ওয়ারেন্টি দেয় না।