জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রিমান্ড শেষে কারাগারে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৫ ১৭:৫০:৩৩
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদির আদালত এ আদেশ দেন।
এদিন তিন দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর আদালত তার সাত দিনের ও ২১ ডিসেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ ডিসেম্বর ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে শফিকুর রহমানকে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপর ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখায়।
এএ