ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-২৭ ১৭:৫৪:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার চতুর্থ মুদারাবা বন্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের বৈশিষ্ট্য নন-কনভার্টেবল, ফুলটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রাতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ সাত বছর। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
বন্ডটির কুপন হার শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর (বিদেশি ইসলামী ব্যাংক এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড গ্রুপের ইসলামী ব্যাংক ছাড়া) ৬ মাস মেয়াদি আমানতের সর্বোচ্চ হারের গড় রেফারেন্স হিসেবে বিবেচনা করে তার সঙ্গে ২ শতাংশ মার্জিন যোগ করে ষান্মাসিক ভিত্তিতে নির্ধারিত হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে ইসলামী ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। সেইসঙ্গে প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে ডেল্টা ব্র্যাক হাউসিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) কাজ করছে। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ