সেলেস্টিয়াল সিকিউরিটিজকে স্টক ব্রোকার-ডিলার সনদ প্রদান
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৪ ১৩:০৪:০১
সেলেস্টিয়াল সিকিউরিটিজ লিমিটেড স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেলেস্টিয়াল সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭৯/২০২২/৬৩৫ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭৯/২০২২/৬৩৬। গত ২৪ আগস্ট কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস